সিআইপি হলেন শোভন ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ
কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) হলেন তথ্য প্রযুক্তিবিদ ও সফল ব্যবসায়ী শোভন ইসলাম।
সোমবার (৩ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কর্তৃক প্রদত্ত এ বিশেষ সম্মান পান শোভন ইসলাম।
দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাকে এ সম্মান দেয়া হয়।
উল্লেখ্য, শোভন ইসলাম স্প্যারো গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ।
দেশের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাষ্ট্রীয়ভাবে সিআইপি পরিচিতি পেয়ে থাকেন।
সিআইপিরা সচিবালয়ে প্রবেশ, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণসহ, বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পান।
বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বাণিজ্যিক খাতে জড়িত ব্যক্তিদের এই বিশেষ সম্মান মনোনয়ন করে থাকে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ৩ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে ২০১৫ সালের জন্য মনোনীতদের হাতে সিআইপি কার্ড তুলে দেন।
উল্লেখ্য, শোভন ইসলাম বিশিষ্ট শিক্ষাবিদ, স্প্যারো গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যাবস্থাপনা পরিচালক প্রফেসর মযহারুল ইসলামের কনিষ্ঠ পুত্র এবং স্প্যারো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের ছোট ভাই ।